বক্তাবলীতে ছিনতাইয়ের শিকার ইউপি সদস্যপুত্র
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার বক্তাবলীতে ছিনতাইয়ের শিকার হয়েছে ইউনিয়ন পরিষদের এক সদস্যের পুত্র।
শুক্রবার (১২ জুন) সকালে কয়েকজন ছিনতাইকারী জাহিদ হাসান (২০) নামের ওই যুবকের কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
জাহিদ হাসান বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য জলিল গাজীর পুত্র। শুক্রবার সকাল সাড়ে এগারোটায় ইউনিয়নের লালমিয়ার চর এলাকায় প্রসন্ন নগর এলাকার জুয়েল (২২) ও খোকা (৩৮) সহ অজ্ঞাত আরও ৫/৬ মিলে এ ঘটনা ঘটায়। এ বিষয়ে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা জলিল গাজী ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার বাসা থেকে আমার ছেলে জাহিদ হাসানকে দিয়ে আমার বন্ধু ছমির নগরের হাজী ইদ্রিস দেওয়ান এর পাওনা টাকা ৭০০০০/- পাঠাই । আমার ছেলে নগদ ৭০০০০/- টাকা তার নিজ মিশুকে করে রওনা হয়ে ফতুল্লা থানাধীন লালমিয়ার চর রোডে আলাউদ্দিনের খোলার সামনে পৌছলে বিবাদী ছিনতাইকারী মোঃ জুয়েল পিতাঃ আব্দুল খালেক, মোঃ খোকা পিতাঃ মৃত কুদরত আলী দ্বয় ও অজ্ঞাত ৫/৬ জন মিলে আমার ছেলে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি দেখায় এবং একপর্যায় এলোপাথারি মারধর করিয়া নিলা ফুলা জখম করে এবং হত্যার উদ্দেশ্যে গলায় দড়ি দেয় ও সাথে থাকা ৭০০০০/- টাকা এবং মোবাইল ফোন যাহার আনুমানিক মূল্য ২০০০০/- টাকা সহ মিশুক গাড়িটি ছিনতাই করিয়া নিয়া যায়। পরে এলকার লোকজনের সহযোগীতায় হাসাপাতালে নিয়ে আমার ছেলেকে চিকিৎসা করানো হয় ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।