নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে নারায়ণগঞ্জের ৫ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর খবর পাওয়া গেছে।
যারা মারা গেছেন তারা হলেন- নারায়ণগঞ্জের আকরাম হোসেন (৪৫), মাঞ্জুরা বেগম (৬৪), ফতুল্লার মো. ফয়সাল (৩২), ফতুল্লার এনায়েত নগরের সালাউদ্দিন (৪৬) ও বন্দরের দেলোয়ার হোসেন (৬৭)।
তারা প্রত্যেকেই করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন সময়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে কয়েক জনের করোনা পজিটিভ ছিল।