সাভারের এনাম মেডিকেলে করোনা রোগীদের চিকিৎসা শুরু
এর আগে গত ১৭ মে করোনাভাইরাসের পরীক্ষা ও শনাক্তকরণে এ মেডিকেলের পলিমেরাস চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবরেটরিতে কাজ শুরু হয়।
দেশে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রথম প্রাইভেট হাসপাতাল হিসেবে যুক্ত হয়েছিল আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। গত ১৬ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর ধানমন্ডিতে এর উদ্বোধন করেন।
কিন্তু রোগীদের তাৎক্ষণিক সেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের সঙ্গে সমন্বয়ে জটিলতার কারণ দেখিয়ে মাত্র ১৫ দিনের মাথায় গত ৩১ মে থেকে এ চুক্তি থেকে সরে আসে তারা। পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭৬৯ জন। মারা গেছেন ৮৮৮ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ১০ হাজার ১৪ জন। মৃতের সংখ্যা চার লাখের অধিক । সুস্থ হয়েছেন ৩০ লাখ ৮৮ হাজার ৪৩২ জন।