বিশেষ ব্যাবস্থাপনায় শিশুদের হাম-রুবেলা ক্যাম্পেইন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নভেল করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে বিশেষ ব্যাবস্থাপনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কার্যালয়ে ০ থেকে ১৫ মাস বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) কাউন্সিলর শওকত হাসেম শকু পর্যাপ্ত সুরক্ষা ব্যাবস্থা নিশ্চিত করে বিশেষভাবে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু করেন।
অনুষ্ঠিত কর্মসূচীতে শিশুদের হাম, পোলিও, বিসিজি, পেন্টা, আইপিবি ও পিসিবি টিকা দেয়া হয়। শিশুদের হাম- রুবেলা টিকাদানের পাশাপাশি এদিন গর্ভবতী মা এবং ১৫ থেকে ৪৫ বছর বয়সী মহিলাদের টি.টি টিকা দেওয়া হয়।
জানা যায়, করোনা মহামারীর কারণে ইতিমধ্যে বাংলাদেশসহ ২৪টি দেশ তাদের টিকা কার্যক্রম দেরিতে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোয় হামে আক্রান্ত হওয়ার হার বেড়ে যাওয়ায় বিশেষভাবে এই টিকা প্রদান কর্মসূচীর আয়োজন করা হয়।