আক্রান্ত হয়েও সেবায় থেমে নেই খোরশেদ, এবার ফ্রিতে অক্সিজেন সরবরাহ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনায় পরিস্থিতিতে মানবতার ফেরিওয়ালা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ মানুষে সেবায় এগিয়ে । শেষ পর্যন্ত মানুষের এই সেবা দিতে গিয়ে তিনি এবং তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন এই মানবতার হিরো। কিন্তু তারপরও থেমে নেই এই মহান মানুষটি। এবার তিনি করোনায় আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করবেন। এই কাজে সহযোগীতা করবেন টিম খোরশেদ।
মঙ্গলবার(৯ জুন) এই মানবতার ফেরিওয়ালা মহান সেই মানুষটি মিডিয়াকে এই তথ্য জানান।
তিনি জানান, আমার স্ত্রী যখন আক্রান্ত হয়েছিলেন তখন অক্সিজেনের জন্য আমি অনেক বিড়ম্বনায় পড়েছিলাম। আইসোলেশনে থাকা অবস্থায় যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের অক্সিজেন সাপোর্ট খুব বেশি প্রয়োজন। আর তাই আমরা আপাতত ৫টি সিলিন্ডার দিয়ে কার্যক্রম শুরু করলাম।ইতোমধ্যে তিনজন ব্যক্তিকে সিলিন্ডার দেওয়া হয়েছে। আরো দুটিও চলে যাবে বিকেলের মধ্যে। এ কার্যক্রমে আমরা আরো সিলিন্ডার যুক্ত করবো। তবে একান্ত দরকার ছাড়া কাউকে সিলিণ্ডার দেয়া সম্ভব হবে না। বাংলাদেশের মানুষ অতিসচেতন হতে যেয়ে দূর্যোগের মাঝে পড়েছে। অনেক বিত্তবানরা দরকার না থাকলেও বাড়িতে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে রাখছেন, যার ফলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।একটা অক্সিজেন সিলিন্ডারের মূল্য ৩০ হাজার টাকা, প্রতিদিন রক্ষণাবেক্ষন খরচ দুই হাজার টাকা। রক্তে অক্সিজেন সরবরাহ ৪০% এর নিচে নেমে গেলে তাকে ভেণ্টিলেশন দিতে হয়, যার ব্যয়ভার বহন করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না।
উল্লেখ্য তার স্ত্রী সহ তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভতি ছিলেন । ইতিমধ্যে তার স্ত্রী করোনা নেগেটিভ হয়ে বাড়ি ফিরে আসেন,সাথে তিনিও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।