জিমখানায় হেরোইন সহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদরের নিউ জিমখানা এলাকায় ভ্রাম্যমান এক নারী হেরোইন ব্যবসায়ীকে হাতে নাতে ধরে পুলিশের কাছে সোপার্দ করেছেন এলাকাবাসী।

 

শনিবার (৬ জুন) দুপুরে এ ঘটনায় জাহানারা বেগম (৫০) নামের এক নারীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।

 

এলাকাবাসী জানায়, নগরীর গলাচিপা চেয়ারম্যান বাড়ি রোডের বাসিন্দা জাহানারা । তার স্বামীর নাম মোঃ শাহজাহান। সে এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এলে এলাকাবাসী সন্দেহ করে তার কাছে হেরোইনের প্যাকেট পায়। তারপর তাকে আটক করে তারা থানায় খবর দিলে এস আই মোঃ আব্দুস শফিউল আলম এসে তাকে গ্রেফতার করে নিয়ে যান।

 

এলাকাবাসীর অভিযোগ বর্তমান করোনা পরিস্থিতিতেও মাদক ব্যবসায়ীরা থেমে নেই। পুলিশের সোর্স পরিচয় দানকারীদের সহযোগীতায় চলছে এই মাদক ব্যবসার কার্যক্রম। এ ব্যাপারে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এলাবাসী।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানান এসআই শফিউল আলম জানান, আটককৃত নারী হেরোইন সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যে গেলে এলাকাবাসী সন্দেহ করে ধরে থানায় খবর দিলে আমরা তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন সহ তাকে থানায় নিয়ে আসি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com