করোনা রোগীদের ফল উপহার দিলেন কাউ‌ন্সিলর শকু

নগর প্রতি‌নি‌ধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি থাকা করোনাভাইরা‌সে আক্রান্ত রোগীদের জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফল উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।

 

বৃহস্পতিবার (৪ জুন) সকা‌ল ১১টায় মালটা, লেবু, আপেলসহ প্রতিটি রোগীর জন্য একটি করে ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি উপহার স্বরুপ রোগীদের শয্যাপাশে পৌছে দেন এই কাউন্সিলর। এটি করোনা হাসপাতালের রোগীদের জন্য ব্যক্তি উদ্যোগে কারো প্রথম উপহার। আগামী সপ্তাহে প্রোটিন জাতীয় খাবার বিতরণ করবেন তিনি।

 

করোনা হাসপাতালটি ১২নং ওয়ার্ডে অবস্থিত হওয়ায় কাউ‌ন্সিলর শকু নিয়মিত এ হাসপাতালে যাতায়াত করেন, রোগীদের খোঁজ খবর রাখেন এবং হাসপাতালের বিভিন্ন কার্যক্রমও দেখভাল করেন। হাসপাতালের ডাক্তার নার্সসহ সকল স্বাস্থ্যকর্মী ও আক্রান্ত ব্যক্তি, হাসপাতালে টেস্ট করতে আসা ব্যক্তিদের সাথে থেকে সাহসীকতার সাথে করোনার এই দুঃসময়ে মানুষের পাশে থাকছেন ফ্রন্টলাইনার এই কাউন্সিলর। করোনার শুরু থেকেই তার ওয়ার্ডে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কার্যক্রমে আলোচিত হন কাউন্সিলর শকু। এ হাসপাতালে সম্প্রতি মারা যাওয়া এক নারীর লাশ পরিবার ফেলে রেখে নিতে না চাইলে এ কাউন্সিলর নিজ উদ্যোগে সেটি দাফনের ব্যবস্থা করান।

 

উপহার প্রসঙ্গে কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আমরা তো করোনার শুরু থেকে কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছি। যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এদের সকলের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা এক নয়। তাদের শারীরিক অবস্থা উন্নতির জন্য ভিটামিন ‘সি’ জাতীয় খাবার অত্যন্ত প্রয়োজন। তাই আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে সকল আক্রান্তদের জন্য এই সামান্য উপহার।

 

 

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, করোনা বিভাগের প্রধান ডা. ইফতেখার আলম সাগর, কাউন্সিলরের স্বেচ্ছাসেবক টিমের সিয়াম, ফারুক আহমেদ রিপন, দোলন, আক্তার, নবী হোসেন, জুলহাস প্রমুখ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com