আড়াইহাজারে যুবলীগ সভাপতিকে কুপিয়েছে তরুণলীগ সভাপতি
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে জুয়া খেলায় বাঁধা দেওয়ায় ইউনিয়ন যুবলীগের সভাপতি পনির ভুইয়াকে (৪৮) কুপিয়ে আহত করেছে একই ইউনিয়ন তরুণলীগের সভাপতি বিপ্লব প্রধান। এ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সাতগ্রাম বাবু বাড়িতে (পরিত্যক্ত জমিদার বাড়ি) ইউনিয়ন তরুনলীগের সভাপতি বিপ্লব প্রধানের নেতৃত্বে ১০/১২জন যুবক জুয়ার আসর বসায়। এ ঘটনায় স্থানীয় লোকজন তাদের জুয়া খেলায় বাঁধা প্রদান করে। এ ঘটনাকে কেন্দ্র করে পাশের ইউরো বাংলা নামে একটি অফিসের সভাপতি ও সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল ভুইয়ার ও যুবলীগ সভাপতি পনির ভুইয়ার ভাই মনির হোসেন মোল্লার সাথে তর্ক বাঁধে তরুনরীগের সভাপতি বিপ্লব প্রধানের। এ সংবাদ পাইয়া যুবলীগ সভাপতি পনির ভুইয়া ঘটনাস্থলে গিয়ে ঝগড়াটি মিমাংসার চেষ্টা চালান। পরে দুই পক্ষকে তাড়িয়ে দেন। পরে রাতে তরুনলীগ সভাপতি বিপ্লক প্রধানসহ শতাধিক সহযোগি দেশীয় অস্ত্র দা, ছোরা নিয়ে পনির ভুইয়ার উপর হামলা চালায়। তারা পনির ভ’ইয়াকে গলায়,হাদে ও পেটে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে যায়। ঐ সময় কয়েকজন এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদেরকে কুপিয়ে আহত করে। এ সংবাদ পাইয়া পনির ভুইয়ার পক্ষের লোকজনও তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে উভয় পক্ষের অনন্ত ১০ জন আহত হয়। আহতরা হল-সাতগ্রাম ইউনিয়ন যুকলীগের সভাপতি পনির ভ’ইয়া(৪৮), সাতগ্রাম ইউনিয়ন তরুনলীগের সভাপতি বিপ্লব প্রধান (২৮), রুবেল(২২), জয় (২২), জাকারিয়া (২৫), জুয়েল প্রধান (৩০), হুমায়ুন (৪৫)। তাদেরতে মাধবদী দেওয়ান হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত যুবলীগ সভাপতি পনির ভুইয়ার ভাই সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবুল ভুইয়া জানান, বিপ্লব প্রধানের নেতৃত্বে প্রতিদিনই ১৫/২০ জন স্থানীয় ও ভাড়াটিয়া জুয়াড়ো এ এলাকায় এসে জুয়ার আসর বসায়। এলাকাবাসী এতে বাঁধা দিলে তারা এ হামলা চালায়। ঘটনার সময় বিপ্লব প্রধানের লোকজনা ককটেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেন।
তরুনলীগের সভাপতি বিপ্লব প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি।