ফতুল্লায় ইউপি’র নারী সদস্য সুফিয়ার ইন্তেকাল

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য সুফিয়া ইসলাম ইন্তেকাল করেছেন।

 

৩জুন (বুধবার) দুপুরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে সুফিয়া ইসলামের বয়স ছিল ৭৩বছর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক। এক শোক বার্তায় তিনি তার ফেসবুকে এক স্ট্যাটাস দেন।

 

স্ট্যাটাসে তিনি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ০১,০২. ও ০৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য জনাব সুফিয়া ইসলাম অদ্য ০৩-০৬-২০২০ খ্রি. দুপুর ১:৩০ ঘটিকায় বার্ধক্য জনিত কারনে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৩ বছর। তিনি একজন দক্ষ ও সৎ জনপ্রতিনিধি এবং সমাজসেবক ছিলেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com