এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটক: কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদী থেকে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ১১ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায়, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাজারভিটা এলাকার আয়নাল হকের ছেলে নাছির (১১) শুক্রবার সকালে বাড়ীর পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোজ হয় নুরানী মাদ্রসার ছাত্র নাছির। পরে বাড়িতে না ফিরলে শুক্রবার রাতে ও শনিবার সকালে অনেক খোঁজ করা হয় পাওয়া না গেলে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধারের অভিযান চালায় কিন্তু লাশ খুঁজে পায় না।
৩১ মে (রবিবার) সকাল ১১ টার দিকে উপজেলার রমনা ঘাট এলাকায় লাশ ভাসতে দেখে খবর দিলে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে স্থানীয় লোকজন।