জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রাসেল প্রধানের শ্রদ্ধাঞ্জলী

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম : সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শোক প্রকাশ ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ফতুল্লা থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব মো.রাসেল প্রধান।

শুক্রবার ২৯ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ ও বিনম্র শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো.রাসেল প্রধান বলেন, আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী। আজ থেকে ৩৮ বছর পূর্বে দেশী ও বিদেশী একটি মহলের ষড়যন্ত্র ও প্রতিহিংসার শিকার হয়ে তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন  বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, শহীদ জিয়া বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আছে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। তার দেশপ্রেম, জনকল্যাণকর রাজনীতি ও মানবপ্রেমের কারণেই জিয়াউর রহমান আজও অমর। ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একথা আজ স্বীকার করতেই হবে যে সভ্যতার ইতিহাসে যেসব মহান ব্যক্তিত্ব নিজেদের জীবন দেশ ও জাতির কল্যাণের জন্য নিবেদন করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তাদেরই একজন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com