ফতুল্লায় করোনায় প্রাণ গেল আ’লীগ নেতার

 

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় গিয়াস উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

সিদ্ধিরগঞ্জে অবস্থিত সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২ টায় তিনি ইন্তেকাল করেন।

 

গিয়াস উদ্দিন ফতুল্লার কুতুবআইল এলাকার মৃত কালু ড্রাইভারের ছেলে।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর গিয়াস উদ্দিনকে বৃহস্পতিবার বিকেলে সাজেদা হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা।

 

রাতে তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে গিয়াস উদ্দিনের হার্ট অ্যাটাকও হয়েছিল। এছাড়া আগে থেকেই গিয়াস উদ্দিন শ্বাসকষ্টে ভুগছিলেন।

 

তিনি আরও জানান, এলাকাবাসী গিয়াস উদ্দিনের লাশদাফন করবে। হাসপাতাল থেকে তার পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com