না’গঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান করোনায় আক্রান্ত
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়গঞ্জ সদর উপজেলার বহুল আলোচিত নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ২৫ মে নারায়ণগঞ্জ সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর থেকে তিনি ফতুল্লার আলীগঞ্জের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এবিষয়ে আমরা খোঁজ খবর রাখছি।
এ বিষয়ে জানতে ফাতেমা মনিরের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।