না’গঞ্জে নতুন করে আরও ৪২জনের করোনা শনাক্ত

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবে নতুন করে আরও ৪২জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনটিতে বলা হয়, ল্যাবে  ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪২জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। নতুন করে আরও ১২৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গতকাল ২৮ মে শনাক্ত হয়েছিল ৪৫জন। পরীক্ষা করা হয়েছিল ১৮৮জনের এবং সংগ্রহ ১৯৯।

উল্লেখ্য গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও ২জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সদর উপজেলার ও আরেকজন সোনারগাঁও উপজেলার বাসিন্দা।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com