সিদ্ধিরগঞ্জে ৮০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন রাজু
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন, অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে নিজের ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু।
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮ টায় নিজ কার্যালয়ে ঈদকে সামনে রেখে ব্যাক্তিগত উদ্যোগে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, সেমাই, দু ধ ও চিনি এ খাদ্য সামগ্রী অসহায় গরীব মানুষের হাতে তুলে দেয়া হয়।
আমিনুল হক রাজু বলেন, মহামারী এই করুণা পরিস্থিতিতে আমরা মানুষকে সচেতন করার জন্য জীবাণুনাশক স্প্রে ও ঘরে থাকার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই অনুযায়ী আমি কিছু অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছি। তাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করলে সবকিছুই পরিবর্তন করা সম্ভব ও সাহায্য করাও সম্ভব।
এসময় আরও উপস্থিত ছিলেন, আলী হোঃ ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা আহম্মেদ আজিজ, কবির প্রধান, মোঃ মনির হোসেন, তোফাজ্জল হোসেন, জাকির হোসেন, মহিউদ্দিন প্রমুখ।