সিদ্ধিরগঞ্জে ৮০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন রাজু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন, অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে নিজের ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু।
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮ টায়  নিজ কার্যালয়ে ঈদকে সামনে রেখে ব্যাক্তিগত উদ্যোগে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, সেমাই, দুধ ও চিনি এ খাদ্য সামগ্রী অসহায় গরীব মানুষের হাতে তুলে দেয়া হয়।
আমিনুল হক রাজু বলেন, মহামারী এই করুণা পরিস্থিতিতে আমরা মানুষকে সচেতন করার জন্য জীবাণুনাশক স্প্রে ও ঘরে থাকার জন্য  বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই অনুযায়ী আমি কিছু অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছি। তাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করলে সবকিছুই পরিবর্তন করা সম্ভব ও সাহায্য করাও সম্ভব।
এসময় আরও উপস্থিত ছিলেন, আলী হোঃ ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা আহম্মেদ আজিজ, কবির প্রধান, মোঃ মনির হোসেন, তোফাজ্জল হোসেন, জাকির হোসেন, মহিউদ্দিন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com