ধলেশ্বরীর তীরে পরিবারের ঈদ শুভেচ্ছা

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গ্রুপ-ধলেশ্বরীর তীরে।

এক শুভেচ্ছাবার্তায় গ্রুপের সদস্যরা বলেন, করোনাকালে সারাদেশে মানুষ ঝুঁকির মধ্যে আছে। একটি মাস সিয়াম সাধনার পরে হাজির হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আমাদের প্রত্যাশা পবিত্র ঈদুল ফিতরের উসিলায় সৃষ্টিকর্তা দেশ থেকে এ মহামারী দূর করে দিন, আমিন।

ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন হোক ঈদের দিনের মতো আনন্দময়।

গ্রুপের এডমিন আব্দুল্লাহ আল ইমরান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে একটি বিশেষ স্থান দখল করে আছে। এ মাধ্যম দূরের মানুষগুলোকে একত্রিত করতে বেশ ভূমিকা রেখে চলেছে। তবে সামাজিক কার্যক্রম ও অন্যান্য জনকল্যাণ মূলক কাজেও এখন এসব গ্রুপ যুক্ত হয়েছে। জনকল্যাণ মূলক কাজে সবাইকে যুক্ত করার উদ্দেশ্যে এই গ্রুপের যাত্রা।

ঘরে থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

ঈদ মোবারক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com