সাভারে বিনামূল্যে ১মিনিটে ঈদ বাজার

 

সাভার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রাজধানীর সন্নিকটে সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা ভাইরাস সচেতনার জন্য এবার ব্যতিক্রমী উদ্যোগ দুস্থ্য,গরীব,অসহায় ও ছিন্নমূল শিশুদের জন্য নিজের ইচ্ছে মতো বিনামূল্যে ১মিনিটে ঈদ বাজার এর আয়োজন করেছে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

 

বুধবার (২০শে মে) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর এই ব্যতিক্রর্মী ১ মিনিটে ঈদ বাজার এর আয়োজন করেন।

 

এসময় বিনামূল্যে ঈদ বাজারে আসা শিশুরা জানান, নিজের পছন্দ মতো কাপড় ,জুতা নিয়েছেন এবং ঈদের জন্য সেমাই, তৈলসহ বিভিন্ন খাদদ্রব্য নিয়েছেন বলেও জানান।

 

 

এবিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর জানান, করোনার এই মহামারী মাথায় রেখে এই ব্যতিক্রমী উদ্যোগ দুস্থ্য,গরীব, অসহায় ও ছিন্নমূল শিশুদের ঈদের দিন যাতে ভালো কাটে সেই জন্য এই ১ মিনিটে ঈদ বাজার এর আয়োজন করেছি। এখানে বিনামূল্যে সবাই বাজার করতে পারবে এবং বাজারে নতুন জামা, জুতা থেকে শুরু করে বিভিন্ন খাবার রয়েছে বলেও জানান তিনি।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com