না’গঞ্জে গাউছিয়া মাইজ ভান্ডারীয়া হাবিবীয়া কমিটির ইফতার বিতরণ

মোঃ ওয়ারদে রহমান, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে বিশ্ব মোমেন মঞ্জীল খানপুর গাউছিয়া মাইজ ভান্ডরীয়া হাবিবীয়া কমিটির উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) বাদ আসর খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সংলগ্ন বটতলায় ৪০০শত প্যাকেট ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাবিবীয়া কমিটির সভাপতি আজিজুল ইসলাম (তপন) মাইজ ভান্ডারী, সাধারণ সম্পাদক মোঃ মিলন মাইজ ভান্ডারী, আল-আমিন মাইজ ভান্ডারী, মোঃ স্বাধীন মাইজ ভান্ডারী, মুন্না বিশ্বাস মাইজ ভান্ডারী প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com