ঈদ শপিংয়ের টাকা অসহায়দের দান করুন : কাজী সাদ্দাম

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: দেশে করোনা ভাইরাসের কারণে চলছে অসহায় নিন্ম আয়ের কর্মহীন মানুষদের দূর্বিষহ দিন। কাজ করতে না পারায় এই নিন্ম আয়ের মানুষদের থাকতে হচ্ছে অনাহারে, অর্থহারে। আর অন্যদিকে দেশের বিত্তবানরা সামনে ঈদ উপলক্ষ্যে ছুটছে শপিংয়ে। তাই বিত্তবানদের ঈদের শপিংয়ের টাকা দিয়ে গরীব অসহায় ও নিন্ম আয়ের মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম।

কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম আরো বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিশ্বে একটা ভয়াবহ দূর্যোগ আকার ধারন করেছে।যার ফলে বিশ্বে প্রতিদিন কয়েক হাজার মানুষ এই করোনাভাইরাসে মারা যাচ্ছে।বাংলাদেশে তার ব্যতিক্রম নেই।দেশে করোনা পরিস্থিতি দীর্ঘদিন যাবত ভয়াবহ রূপে চলমান রয়েছে। করোনা ভাইরাস সংক্রামন রোধে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ সরকারি ছুটি চলছে।এই অবস্থায় অনেকেই কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যে হয়তো হাঁপিয়ে যাচ্ছে আপনার প্রতিবেশী বা নিকটজন। এমতাবস্থায় এক শ্রেণির মানুষ মেতে উঠেছেন শপিং করার জন্য, যা দু:খজনক।

 

তাই সবার প্রতি অনুরোধ রইল আসুন এবারের মত ঈদ শপিং বর্জন করে এবং শপিংয়ের টাকাটা দিনমজুর খেঁটে খাওয়া মানুষদের দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে তাদের সুখ দুঃখ ভাগ করে নেই এবং এই রমজানে আল্লাহর সন্তুষ্ট অর্জন করি সেই সাথে যার যার অবস্থান থেকে সাধ্যানুযায়ী জনগণের পাশে থাকে দেশের সেবা করি।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com