ফতুল্লাবাসীকে স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটনের ঈদ উপহার

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা ইদ্রাকপুরে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি  আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন সাংসদ শামীম ওসমানের নির্দেশে নিজস্ব তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করেছেন। ৭’শ পরিবারের মাঝে তিনি ঈদ সামগ্রী বিতরণ করেন।

 

শনিবার (১৬ মে) বাদ মাগরিব ফতুল্লা রেল স্টেশন রোডস্থ নিজ কার্যালয়ের সামনে এ কর্মসূচীর উদ্বোধন করেন। পরে তার নির্দেশে কর্মী সমর্থকেরা তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন।

বিতরণকৃত ঈদ সামগ্রীর তালিকায় ছিল দুই কেজি পোলাওর চাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি লাচ্ছিা সেমাই, হাফ লিটার দুধ ও হাফ কেজি মুগ ডাল।

 

ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন বলেন, করোনা দূর্যোগের শুরুতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। একইভাবে আমার প্রানপ্রিয় নেতা সাংসদ শামীম ওসমানও দলীয় নেতাকর্মীদের একই নির্দেশ দিয়েছিলেন। তাদের নির্দেশে সাড়া দিয়ে ইতিপূর্বে নিজস্ব তহবিল থেকে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। এরই ধারাবাহিকতায় অসহায় মানুষগুলো যাতে সবার সাথে সমানভাবে ঈদ করতে পারে সেই লক্ষ্যে ৭’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি।

তিনি আরো বলেন, যতদিন এই করোনা দূর্যোগ অব্যাহত থাকবে ততদিন এভাবে অসহায় মানুষগুলোর পাশে থাকবো ইনশাআল্লাহ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরফান মাহমুদ বাবু।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com