সাভারে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু
সাভার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সাভারের শ্যামপুরে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত হাজী মানিক মিয়া (৮০) করোনা আক্রান্ত ছিলেন। করোনা উপসর্গ থাকায় পরিবারে সদস্যদের অনুরোধে শনিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। রোববার রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে।
শনিবার (১৬ মে) ভোর রাত ৪টার দিকে তিনি মারা যান এবং সকালে তাকে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা।
তিনি জানান, শনিবার ১৭ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে (বিএলআরআই) পাঠানো হলে ৫ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ওই বৃদ্ধ রয়েছেন। গতকাল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তিনি আজ ভোররাত ৪টার দিকে মারা গেছেন।
রিপোর্ট পাওয়ার পরপরই ওই মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।