রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে গাউছিয়া ৩ কাঁচাবাজার ও টিন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটের প্রায় ৫০টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ৮ কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক ব্যবসায়ীরা দাবী করেছে।
বৃহস্পতিবার (১৪ মে)বিকাল সাড়ে ৫টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যে আগুনের শিখা মার্কেটের ভিতরে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটে টিনের, ঔষধের দোকান, মুদীমনোহরী ও কাচাঁমালের দোকানসহ কমপক্ষে ৫০ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। খবর পেয়ে কাঞ্চন ও পূর্বাচল, আড়াইহাজার ও ডেমরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আগুনে পুড়ে প্রায় ৮ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক ও ব্যবসায়ীরা দাবী করেছেন।
এ ব্যাপারে কাঞ্চন ফায়ার সাভির্সেরে ষ্টেশন অফিসার শাহআলম জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সময় মত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না আসলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো বলে জানান তিনি।
তবে মানুষের ভীর থাকায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে।