৩শ’ শয্যা হাসপাতালের জীবানুনাশক ট্যানেল অকেজো
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: খানপুর ৩শ’ শয্যা হাসপাতালের (কোভিড হাসপাতাল) জরুরি বিভাগের জীবাণুনাশক ট্যানেলটি অকেজো হয়ে পড়ে আছে।
শনিবার (৯ মে) ৩শ’ শয্যা হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের ভেতরে স্থাপন করা জীবাণুনাশক ট্যানেলটি কাজ করছে না। ট্যানেলটির ভেতরে প্রবেশ করলেই সংক্রিয়ভাবে জীবাণুনাশক স্প্রে হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। গত কয়েকদিন যাবতই মেশিনটি অকেজো হয়ে আছে বলে জানা যায়। এদিকে হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসা রোগীর সংখ্যাও বাড়ছে। যে কারনে ট্যানেলটি স্থাপন করা হয়েছিল সে উদ্দেশ্যে গুড়েবালি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয় বলেন, ট্যানেলটি স্থাপনের কয়েকদিন পরই নষ্ট হয়ে যায়। এটা ঠিক করার জন্য কোন কারিগর পাচ্ছি না। আবার অন্যত্র সরাতেও পারছি না।
উল্লেখ্য করোনা চিকিৎসায় ডেডিকেটেড ৩শ’ শয্যা হাসপাতাল জীবাণুমুক্ত রাখতে গত ১৯ এপ্রিল জীবাণুনাশক ট্যানেল স্থাপন করেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।