এবি ফ্রেন্ডস এস্যোসিয়েশনের ২১০ দুঃস্থ্য পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা পরিস্থিতিতে অসহায় দুঃস্থ্য মানুষের কাছে ত্রাণ তুলে দিলেন ফতুল্লা থানার বক্তাবলী পরগনার সামাজিক সংগঠন এবি ফেন্ডস্ এস্যোসিয়েশন। ২১০ টি পরিবারকে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
শনিবার ( ৯ মে) বিকাল ৩টায় কানাইনগর ছোবহানীয়া স্কুল এন্ড কলেজে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী ব্যাবসায়ী আব্দুল মজিদ প্রান্তিক বলেন আমাদের সংগঠন সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার গরীব দুঃখীদের সবসময় সহযোগিতা করে এবং এই সহযোগীতা সবসময় অব্যহত থাকবে।
সংগঠনটির সহ-সভাপতি কানাডা প্রবাসী ইসমাঈল হোসেন জানান, এবি ফেন্ডস এস্যোসিয়েশনের সামাজিক কাজে ও এলাকার উন্নণের কাজে আমার সহোযোগীতা অব্যহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মীর মঈন আশরাফ জাবেদ, সহ- সভাপতি রাশেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক আশরাফুদ্দীন নান্নু, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমন, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মকবুল হোসেন শ্যামল, যুব বিষয়ক সম্পাদক হাসান গাজী ও সদস্য মাশফিকুর রহমান শিশির ও প্রমূখ।