অয়ন ওসমানের নির্দেশে সিঙ্গাপুর ছাত্রলীগের ত্রাণ বিতরণ

শাহাত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় হতদরিদ্র মানুষের মাঝে অয়ন ওসমানের নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার সভাপতি মোহাম্মদ সোহাগ এর নেতৃত্বে তার বন্ধু মহল, নারায়নগঞ্জের কতুবপুরের ৬ নং ওয়ার্ডের পাগলা পপুলার স্টুডিও এলাকায় রাতের আধারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
শনিবার (৯মে) ফতুল্লার কুতুবপুরে এই ত্রাণ বিতরণ করা হয়।
যানা যায়, সরকারি খাদ্য না পৌঁছানোর খবর পেয়ে অয়ন ওসমান খবার পৌঁছে দেওয়ার আহবান জানালে সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ এগিয়ে আসেন এবং সে বেতনের পুরো টাকা ত্রানের জন্য ব্যয় করে অসহায় মানুষের পাশে দাঁড়ান। পাগলা বাজার ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ আলম গাজী উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সিঙ্গাপুর শাখা ছাত্রলীগের সভাপতি জানান, খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে । সিঙ্গাপুর ছাত্রলীগ সব সময় দেশের যে কোনো দূর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী সব সময় কাজ করছে এবং আগামীতেও দেশের প্রয়োজনে সাহায্যের হাত অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন আমির , রনি, সম্রাট সহ প্রমূখ। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছ চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনী সামগ্রী।