না’গঞ্জ সদর মডেল থানার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ ওয়ারদে রহমান, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে চাষাঢ়া ট্রাফিক বক্স সংলগ্ন দোকানদার, রিক্সাওয়ালা, প্রতিবন্ধী অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৮ মে) বাদ আছর এই ইফতার সামগ্রী রোজাদার বেরোজাদার সকলের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস. আই. আব্দুস শফিউল আলম, এস. আই. সামিউল, মাইক্রো-টেক্সি স্ট্যান্ড মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান রনি, নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলম, সৈয়দ আসাদুজ্জামান অভি, বাংলাদেশ হকার্স লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর নাছির উদ্দিন, হাসিবুর রহমান আবির, সোহেল মুন্সি, মোঃ জাকির হোসেন শাহাদাত, আল-আমিন রফিকুল ইসলাম, রাসেল, শেখ হাসনাত, আশরাফুল ইসলাম ও সাংবাদিক রাশেদুল ইসলাম প্রমুখ।