নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে আগামীকাল রোববার (১০ মে) থেকে খুলছে নগরীর অধিকাংশ শপিংমল। তবে মার্কেটে হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়া এবং স্প্রে করার বিষয়ে মার্কেট কর্তৃপক্ষ নিশ্চিত করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সভায় হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, হাজী নেকবর আলী চম্পক সুপার মার্কেট , ইউএস শপিং সেন্টার, হাজী বদরুদ্দিন সুপার মার্কেট, কাসসাফ শপিং সেন্টার ও চাঁন সুপার মার্কেটের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনাভাইরাসের এপিসেন্টার নারায়ণগঞ্জ। রাজধানী ঢাকার এই জেলায় কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি। এমন অবস্থায় দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলে মন্তব্য করছেন সচেতন মহল। তাদের মতে, করোনার হটস্পট নারায়ণগঞ্জে দোকানপাট খুলে দিলে সংক্রমন মারাত্মক আকারে বাড়বে।