১০০ অসহায়কে খাদ্য সামগ্রী তুলে দিলো বিশাল ও শান্ত’র বন্ধুমহল

নিজস্ব প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সারাদেশে মহামারি আকার ধারন করা মরনঘাতি করোনাভাইরাস এর দুর্যোগকালীন কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষগুলোর পাশে দাড়াতে ব্যাক্তি উদ্যোগে অসহায় ১০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে ফয়সাল ইসলাম বিশাল এবং তরুণ ব্যাবসায়ী ও সমাজসেবক জহিরুল ইসলাম শান্ত’র বন্ধুমহল।

 

বুধবার দুপুরে নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায় মানুষদের এই খাদ্য সামগ্রী উপহার প্রদান করে তাদের পাশে থেকে কিছুটা হাসি ফোঁটানোর চেষ্টায় ক্ষুদ্র প্রয়াস করেছেন তারা। এসময় আরো উপস্থিত ছিলেন হামিম, তামিম, রাব্বি, সোহান, রাহিদ, মুন্না, সুমন।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ বাস ট্রাক চালক সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক প্রয়াত শ্রমিক নেতা মরহুম আমিনল ইসলাম এর নাতি তরুণ ব্যাবসায়ী ও সমাজসেবক ফয়সাল ইসলাম বিশাল জানান, দেশ এখন একটি কঠিন সময়ে। একটানা লকডাউনের কারণে শুধু দিনমজুর বা হতো দরিদ্ররা খাদ্য সংকটে ভুগছে। দেশের চলমান এই সংকট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও সবকিছু সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। সমাজের মানুষ হিসেবে আপনারও কিছু দ্বায়বদ্ধতা আছে, ধর্মীয়ভাবেও দ্বায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধাতা থেকেই সাধ্যমতো চেষ্টা করেছি নিজ এলাকার মানুষের পাশে দাড়াতে।

 

তিনি আরো বলেন, সংকটে পতিত এসব মানুষের সাহায্য করে আপনি তাদের সাহায্য করছেন না, বরং নিজেকেই সাহায্য করছেন। কারণ, এসব মানুষ যখন আপনার উপহার পেয়ে তৃপ্তির হাসি হাসবেন আর মন থেকে খুশি হবেন, তখন সেটাই হবে আপনার জন্য বড় দোয়া। বড় পাওয়া। তাই শুধু পাশে থেকে অসহায় এই মানুষগুলোর মুখে কিছুটা হাসি ফোটানো আর আল্লাহকে খুশি করার প্রয়াস মাত্র। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সরকারের নিয়ম মেনে সবাইকে ঘরে থাকতে হবে। আমি সকলকে আহ্বান জানাই কেউ অপ্রয়োজনে ঘর থেকে বের হবেনা। আপনি সুস্থ্য থাকুন অপরকে সুস্থ রাখুন।

 

অপরদিকে জহিরুল ইসলাম শান্ত বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সারা বিশ্বের মত বাংলাদেশেও বন্ধ সব ব্যবসা বাণিজ্য, চাকরি, এমনকি যানচলাচল সহ সব দোকানপাট। ভাইরাসটির প্রভাবে হত দরিদ্র মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এই অভাব ঠেকাতে সমাজের বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, মানবিক সংগঠনের মত নিজেদের সাধ্যমতো আমরা ব্যাক্তি উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়েছি। বর্তমান সময়ে হত দরিদ্র মানুষরা খুব কষ্টে আছে। আমাদের সকলকের উচিত সবার নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ান।

 

তিনি আরও বলেন এই ভয়ংকর করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।সরকারের দেওয়া আদেশ নিষেধ গুলো মানতে হবে। তাছাড়া তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com