প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২০, ১১:৪৭ অপরাহ্ণ
ছিন্নমূল অসহায়দের জন্য বাসদের ‘কমিউনিটি কিচেন’ কার্যক্রমের ৬ দিন
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা দুর্যোগের সময়ে ছিন্নমূল ভাসমান দরিদ্র মানুষের জন্য প্রতিদিন একবেলা খাবারের কর্মসূচির অংশ হিসেবে বাসদের কমিউনিটি কিচেন কার্যক্রমের ষষ্ঠ দিন অতিবাহিত হয়েছে।
গত শনিবার (০২ মে) সন্ধায় জেলা বাসদের আয়োজনে ২নং রেলগেটস্থ দলীয় কার্যালয়ে শতাধিক ছিন্নমূল মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে 'কমিউনিটি কিচেন'র কার্যক্রম শুরু হয়। ভয়াবহ দুর্যোগে কর্মহীন নিরন্ন মানুষের সংখ্যা এই কর্মসূচীতে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, এম.এ.মিল্টন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার প্রমুখ।
Copyright © 2024 pressbangla. All rights reserved.