না’গঞ্জে করোনায় আরেক নারীর মৃত্যু, দাফনে এবারো খোরশেদ

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানার পঞ্চবটি এলাকায় করোনা নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত নারী পঞ্চবটির মাওলা বাজার এলাকার বাসিন্দা।
রোববার ( ৩মে ) সন্ধ্যায় পঞ্চবটি মাওলাবাজার কবরস্থানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সাহায্যে নিহতের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ মে করোনা উপসর্গ নিয়ে নাসিমা বেগম মারা যান। ওই সময় তার নমুনা সংগ্রহ করা হয়। পরে রোববার সকালে নমুনা পরীক্ষায় তার কারোনা শনাক্ত হয়।
নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, নিহতের ভাই আমাদের সাহায্য চাইলে আমরা প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ সংগ্রহ করি। বিকেলে মাসদাইর কবরস্থানে তার গোসল করানো হয়। পরে মাওলা বাজার কবরস্থানে নিহতের জানাজা ও দাফন সম্পন্ন করি।