আড়াইহাজারে দুঃস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারনে দুঃস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় এর আয়োজনে এ ত্রান বিতরণ করেন, নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ডার মুকসুদ রসুল।

এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা সার্কেল এ্যাকজুটেন্ট আনিছুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নুরজাহান বেগম, উপজেলা প্রশিক্ষক কাউসার আহমদ, সাবেক উপজেলা আনসার কমান্ডার আবু নাইদ প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ডার মুকসুদ রসুল বলেন, উপজেলার ৩০০ দুস্থ ভিডিপি সদস্যদের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হল। আপনার নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজেরা সুস্থ্য থাকুন এবং অন্যদের সুস্থ্য রাখতে হবে। তিনি বলেন, কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধোবেন করোনাকে দূরে রাখবেন। বিডিপি প্রতিজনকে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি তেল, ১কেজি পেয়াজ, ১টি সাবান ও ১টি মাস্ক বিতরণ করা হয়।

 

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com