নড়াইলে নিঁখোজের তিনদিন পর ধানক্ষেতে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার!!

নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নড়াইলের লোহাগড়ায় নিঁখোজের তিনদিন পর ধান খেত থেকে মুজাহিদ হোসেন (১৬) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নড়াইলের লোহাগড়ায় উপজেলার শালনগর ইউনিয়নের নওখোলা গ্রামের ধানক্ষেত থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত মুজাহিদ নওখোলা গ্রামের বকুল শেখের ছেলে। নড়াইলের লোহাগড়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নড়াইলের লোহাগড়ায় উপজেলার শালনগর ইউনিয়নের নওখোলা গ্রামের বকুল শেখের ছেলে মুজাহিদ হোসেন শেখ  গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় নিখোঁজ হয়। ওইদিন থেকে পরিবারের সদস্যরা তাকে  খুঁজে না পেয়ে সোমবার নিহতের পিতা বকুল শেখ লোহাগড়া থানায়  একটি সাধারন ডায়েরী  দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে এলাকাবাসী নড়াইলের লোহাগড়ায় নওখোলার মাঠে ধানক্ষেতের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
নড়াইলের লোহাগড়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আরো জানান, ঘটনার সাথে জড়িত  সন্দেহে নওখোলা গ্রামের নুর ইসলামের ছেলে এরশাদকে আটক করা হয়েছে। নিহতের  মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যাকান্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন হবে। ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালর মর্গে প্রেরণ করেছে হয়েছে বলে ওসি জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com