নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: করোনা উপসর্গে মাত্র ১০দিনের ব্যবধানে নারায়ণগঞ্জের আমলাপাড়ার একটি বাড়িতে একই পরিবারের তিন জন প্রাণ হারিয়েছে। বাড়িটি এখন মৃত্যুপুরীতে পরিনত হয়েছে।
গত ১৪ এপ্রিল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হয় আমলাপাড়ার সিগমা বেগম নামে এক নারীর। এর ৬দিন পর করোনার উপসর্গ নিয়ে না ফেরার দেশে সিগমা বেগমের ভাই হুমায়ুন আহমেদ। হুমায়নের মৃত্যুর ৪ দিন পার না হতেই ২৪ এপ্রিল বিকেলে করোনার উপসর্গ নিয়ে হুমায়নের মেয়ে ও সিগমার ভাতিজি তানিয়ার মৃত্যু হয়।
তানিয়া (৩২) নামের ওই নারীর শারীরিক সমস্যা থাকায় বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু, সেখান থেকে তাকে বাসায় পাঠিয়ে দেয়া হয়। তারপর করোনা উপসর্গ থাকায় কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু তা আর সম্ভব হয়ে উঠে নি। ২৪ এপ্রিল (শুক্রবার) বিকেলে আমলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা যায় তানিয়া।
এর আগে, গত ২০এপ্রিল করোনার উপসর্গ নিয়ে তানিয়ার বাবা হুমায়ুন আহমেদের(৬০) মৃত্যু হয়। করোনার বিভিন্ন উপসর্গ ছিল হুমায়ুনের মধ্যে, কিন্তু সিরিয়ালের অভাবে তার টেস্ট সম্ভব হয়নি। ২০এপ্রিল গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
হুমায়ুনের বোন এবং তানিয়ার ফুপু সিগমা বেগম(৫৫) গত ১৪এপ্রিল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছিলেন। সিগমা বেগমের স্বামী ছিল না। মৃত্যুর পূর্বে সিগমা বেগমের জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট ছিল।