আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাজারে ২টি দোকান সহ ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। জনতা এক ডাকাতকে ধাওয়া দিয়ে ধরে গণপিটুনী দিয়ে হত্যা করেছে। ডাকাতদল নগদ টাকা ও মালামাল সহ ৫লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানাগেছে,২২ এপ্রিল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ব্রা ইউনিয়নের লস্করদী এলাকার জোহর আলীর ছেলে আঃ কাদিরের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা টিন কেটে এবং দরজা ভাঙ্গার সময় বাড়ির লোকজন টের পেয়ে ডাকচিৎকার শুরু করে। ঐ সময় আশেপাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া দিয়ে লস্করদী আমতলা এলাকায় এক ডাকাতকে ধরে ফেলে। পরে স্থানীয় লোকজন ধৃত ডাকাতকে ঘটনাস্থলেই গণপিটুনী দিয়ে হত্যা করে ফেলে যায়।
পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পুলিশ জানায় নিহত ডাকাত লস্করদী গ্রামের আলাউদ্দিনের ছেলে জুয়েল(৪০)। গৃহকর্তা আঃ কাদির জানান,ডাকাতরা ৮/১০ জন ছিল। তারা তাদের ঘরে ঢুকলেও কোন মালামাল নিতে পারেনি।
নিহত ডাকাত জুয়েলের ২য় স্ত্রী ফরিদা জানান, সে তার স্বামীকে নিয়ে রূপগঞ্জের রূপসী এলাকায় ভাড়া থাকত। জুয়েল মাঝে মধ্যে লস্করদী বাড়িতে বেড়াতে আসত। নিহত ডাকাত জুয়েলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ১টি ধর্ষণ ও ১টি মারামারির মামলা রয়েছে। একই রাত দেড়টার দিকে উপজেলারা হাইজাদী ইউনিয়নের রাইনাদী শিমুলতলী বাজারে ২০/২৫ জনের একদল ডাকাত হানাদেয়। ডাকাতরা বাজারে গিয়ে বাজারে পাহারাদার ফজল হোসেন(৫০)কে মারধর করে ও হাত-পা ও মুখ বেঁধে একটি গলির মধ্যে ফেলে রাখে। পরে তারা বাজারের জসীম ষ্টোর এন্ড মিষ্টান্ন ভান্ডারের তালা ভেঙ্গে ভিতরে গিয়ে নগদ ৫০ হাজার টাকা এবং চাল সহ মুদি দোকানের যাবতীয় মালামাল লুট করে পিকাপ ভরে নিয়ে যায়। অপর দিকে একই বাজারের রমজান মিয়ার হার্ডওয়ারের দোকানের তালা ভেঙ্গে ডাকাতরা দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা ও ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
পাহারাদার ফজল হোসেন জানান,ডাকাতরা বাজারের পাশে তাদের গাড়িটি থামিয়ে হেটে তার সামনে এসে তাকে কিল থাপ্পর দিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। দোকান মালিক জসীমউদ্দিন জানান,রাতে ডাকাতির ঘটনা ঘটলেও থানা থেকে পুলিশ আসে সকাল ১০টার দিকে।
আড়াইহাজার থানার ওসি তদন্ত আমির হোসেন জানান, গণপিটুনীতে ডাকাত হত্যার ব্যাপারে মামলা হচ্ছে এবং শিমুলতলীর ঘটনায় পুলিশ তদন্ত করছে বলে জানান।