প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বিনা খরচে বাসায় ওষুধ পৌঁছে দিচ্ছে একেএস ফার্মেসী করোনার এ সময়ে বিনা খরচে বাসায় ওষুধ পৌঁছে দিচ্ছে একেএস ফার্মেসি। রাজধানী ঢাকার ৯টি সহ সারাদেশে যেসব জায়গায় একেএস ফার্মেসীর আউটলেট আছে তার আশপাশের গ্রাহকরা এ সুবিধা পাবেন।
এক হাজার টাকার ওষুধ কিনলেই এ সেবা মিলবে। আর এক হাজার টাকার নিচে ওষুধ কিনলে সেক্ষেত্রে আউটলেট থেকে গ্রাহকের বাসায় যাতায়াতে রিকশার ভাড়া পরিশোধ করলেই চলবে। গ্রাহকরা একেএস ফার্মেসির ফেসবুক পেজে তাদের আউটলেটগুলোর ফোন নম্বর পাবেন।
একেএসের ফার্মাসিস্ট ও গ্রীণ রোড আউটলেটের ইনচার্জ নাজিয়া সুলতানা জানান, এরই মধ্যে গ্রাহকদের কাছ থেকে ভালো সারা মিলছে।
একেএস ফার্মেসীর কাটাগরি প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার সুব্রত চৌধুরী বলেন, সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টাই আমাদের সব আউটলেট থেকে গ্রাহকরা এ সেবা পাবেন।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর শ্যামানজার শ্যামা খান ও সিইও সালেহ মুজাহিদ জানান, একেএস ফার্মেসি ওষুধের গুণগত মান ঠিক রাখতে সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ওষুধ সরবরাহ করে থাকে। এছাড়া ওষুধ প্রসাশন অধিদফতরের নিয়ম মেনে সঠিক ও নিয়ন্ত্রিত তাপমাত্রায় ওষুধ, ভ্যাকসিন ও ইনসুলিন সংরক্ষণ করা হয়। এছাড়া গ্রাহকদের সেবায় কার্ডের মাধ্যমে সারাবছর ডিসকাউন্ট সুবিধা দিয়ে থাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (০১৮৭০ ৭৮৭ ২০০); ধানমন্ডি (০১৭৪২
০২৫ ১১৩); জিগাতলা (০১৮৪৭ ৩৬০ ৩৫১); পান্থপথ (০১৭০৭ ০৭২
৯৭১); মগবাজার (০১৮৭০ ৭৮৭ ২০৩); রামপুরা (০১৮৭০ ৭৮৭ ২০১);
রূপনগর (০১৮৭০ ৭৮৭ ২০৪) ইব্রাহীমপুর (০১৮৭০ ৭৮৭ ২০৫);
গোলাপবাগ (০১৮৭০ ৭৮৭ ২০৭); চট্টগ্রাম অক্সিজেন (০১৮৭০ ৭৮৭
২০৬); হাটহাজারী (০১৮৭০ ৭৮৭ ২০২); ইপিজেড (০১৭১৪ ০৬৩
৩৫৪) ও রাজশাহী (০১৮৪৭ ৩৬০ ৩৫০)।