সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে ৪শ’ বোতল ফেন্সিডিলসহ আটক-১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ইউএসবি পার্সেল নামে একটি কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে গ্রহণ করে নিয়ে যাবার সময় ৪শ বোতল ফেন্সিডিলসহ ইউসুফ (৪০) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উত্তরবঙ্গের সৈয়দপুর থেকে এটি পার্সেল করা হয়েছিল বলে জানিয়েছে র‌্যাব।
অভিযানে অংশ নেন র‌্যাব- ১১ এর স্কোয়াড্রন লিডার রেজাউল হক ও সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান। তারা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com