প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আরও এক ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে। আক্রান্তরা হলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিরাজুল ইসলাম।
সোমবার (২০ এপ্রিল) নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ বলে শনাক্ত হন তারা। এই নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের চার ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত হলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। তিনি বলেন, এ নিয়ে চারজন ম্যাজিস্ট্রেট ও একজন কর্মকর্তা করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তারা সকলেই আইসোলেশনে আছেন। এর আগে ত্রাণ ও পুনর্বাসন শাখার এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনিও করোনা পজেটিভ ছিলেন।