না’গঞ্জের সিভিল সার্জন এখন করোনা মুক্ত

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে থাকেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ। পরে পর পর দুটি নমুনা পরীক্ষায় তাঁর নেগেটিভ আসায় করোনামুক্ত হলেন তিনি।
আজ রোববার বিকেলে তাঁর দ্বিতীয় দফার করোনা পরীক্ষায় প্রতিবেদন নেগেটিভ এসেছে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম। সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব।
সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘৯ এপ্রিল নমুনা সংগ্রহের পর আইইডিসিআরে পাঠানো হলে পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। গতকাল শনিবার পুনরায় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। ওই পরীক্ষায় আজ বিকেলে তাঁর করোনা নেগেটিভ প্রতিবেদন আসে।
তিনি বলেন, ‘পর পর দুটি পরীক্ষায় করোনা নেগেটিভ হওয়ায় তিনি এখন করোনামুক্ত।
সিভিল সার্জন আরো বলেন, ‘তাঁর ১৪ দিনে কোয়ারেন্টিনের মধ্যে ১২ দিন শেষ হয়েছে। আর দুদিন বাড়িতে থাকার পর স্বাভাবিক নিয়মে অফিসে যাতায়াতসহ সবকিছু করতে পারব।’
উল্লেখ্য, ৯ এপ্রিল জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজের নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হন। এরপর থেকে সে তাঁর বাড়িতে আইসোলেশনে চলে যান। তাঁর জায়গায় জেলা সিভিল সার্জন দায়িত্ব দেওয়া হয় স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক (প্রশাসন) চৌধুরী ইকবাল বাহারকে। এর আগে করোনা পজিটিভ ধরা পড়ায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম আইসোলেশনে চলে যান।
অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেইলে পাঠিয়ে দিন, [email protected] ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।