অবশেষে ৩০০শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে নারায়ণগঞ্জ বাসীর প্রত্যাশা পুরন করে নগরীর তিনশ’ শয্যা হাসপাতালে করোনাভাইরাস টেস্ট ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে। নতুন ভবনে স্থাপন করা হবে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন।
রোববার (১৯ এপ্রিল) হাসপাতালের চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয় সাথে কথা বলে এ তথ্য জানা যায়।
হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয় জানান, হাসপাতালের নতুন ভবনে ল্যাব স্থাপন করা হবে। সে অনুযায়ী গণপূর্ত বিভাগ কাজের প্রস্তুতি নিয়েছে।
মহামারি করোনা ভাইরাস সংক্রামনের দিক দিয়ে ঢাকার পরেই দ্বিতীয় অবস্থানে নারায়ণগঞ্জ। দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ ল্যাবটি চালু হলে নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের পরীক্ষার নমুনা ঢাকায় পাঠাতে হবে না। ফলে দ্রুত ফলাফল পাওয়া যাবে এখান থেকেই।
১৬ এপ্রিল নারায়ণগঞ্জে কোন ল্যাব না থাকার বিষয়টি জানার পরই প্রধানমন্ত্রী অবিলম্বে নারায়ণগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়াও নমুনা পরীক্ষার জন্য নারায়ণগঞ্জকে গুরুত্ব দিতে বলেন।