না’গঞ্জ জেলা পুলিশ লাইনস্ গেটে সংযুক্ত হলো ডিস‌ইনফেকশন ট্যানেল

খাদিজা আক্তার ভাবনা, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স গেটে আজ বসানো হলো ডিস‌ইনফেকশন ট্যানেল। আইইডিসিআর কর্তৃক নারায়ণগঞ্জ জেলাকে কোভিড-১৯ আক্রান্ত ক্লাস্টার এলাকা ঘোষণা করায় পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

 

আজ রবিবার (১৯ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের  প্রচেষ্টায় পুলিশ লাইন্স গেটে এই ট্যানেল স্থাপন করে চালু করা হয়েছে।

 

কোন ব্যক্তি এই ট্যানেল প্রবেশ করলে সয়ংক্রিয়ভাবে জীবাণু নাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করবে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সদস্যরা দিন ও রাতে কোভিড-১৯ সংক্রমণ এলাকায় ডিউটিতে নিয়োজিত থাকেন। অনেক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যেতে হচ্ছে তাদের। পুলিশ সদস্যদের কোভিড-১৯ ঝুঁকিমুক্ত রাখার প্রচেষ্টা হিসেবে এ ট্যানেল ২৪ ঘন্টা চালু থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com