না’গঞ্জে করোনা উপসর্গ নিয়ে মহসিন ক্লাবের যুগ্ম সম্পাদকের মৃত্যু

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের খানপুরের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শাকিল ভূঁইয়া (৪৮) নামের একজনের মৃত্যু হয়েছে।

১৯ এপ্রিল (রবিবার) সকালে খানপুরের আজিম ভিলায় মারা যান তিনি। তিনি খানপুরের বিখ্যাত মহসিন ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন ।

সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোস্তফা আলী গণমাধ্যমকে জানান, কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন শাকিল ভূঁইয়া। কিন্তু তিনি নমুনা পরীক্ষা করাননি। এর মধ্যে রোববার সকালে প্রচন্ড শ্বাসকষ্টে তিনি মারা যান। পরে পরিবারের লোকজন দ্রুত মরদেহ দাফন করে ফেলায় তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হবে। তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, শাকিল ভূঁইয়ার মধ্যে করোনার উপসর্গ ছিল। কিন্তু টেস্ট করা হয়নি। রোববার সকালে তিনি মারা যান।”

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com