লাশ দাফনে ক্লান্তি নেই কাউন্সিলর খোরশেদের

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: লাশ দাফনে যেন ক্লান্তি নেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) একটি নারীর লাশ দাফনের মধ্য দিয়ে তিনি ৯টি লাশ দাফন করেছেন।

 

জীবনের ঝুকি নিয়ে একের পর এক লাশ দাফনের যে দৃষ্টান্ত স্থাপন করছেন তাতে তিনি নারায়ণগঞ্জ বাসীর কাছে একজন অনন্য নজির হয়ে থাকবে চিরকাল । যেখানে জনপ্রতিনিধিদের নিয়ে ক্ষোভ বিরাজ করছে জনমনে, সেখানে তার চিত্র পুরো উল্টো নারায়ণগঞ্জ বাসীর কাছে। এই ক্রান্তিকালে তার ভূমিকা নারায়ণগঞ্জ বাসীর কাছে মানবতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে ।

 

 

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, কহিনূর বেগমের (৬২) লাশ দাফন করলাম বাদ আসর। দেওভোগ নিবাসী কহিনুর বেগম করোনা পজেটিভ হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

 

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, [email protected] ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

 

 

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com