আড়াইহাজারে করোনা লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু ,আরো ৩ রোগী সনাক্ত

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: গত ২৪ ঘন্টায় আড়াইহাজার উপজেলায় এক শিশু সহ একই পরিবারের আরো ৩ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে আড়াইহাজার উপজেলায় এ পর্যন্ত ৮ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হল। এই পরিবারের তিন বছরের অপর এক শিশু করোনা লক্ষণ নিয়ে বুধবার সকালে মৃত্যু বরণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আলম জানান,উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী এলাকার একই পরিবারের মা,পুত্র,ও এক বছরের নাতি করোনা আক্রান্ত হয়েছে। গত ১০ এপ্রিল শুক্রবার এ পরিবারের হানিফা(৬০) নামে একজনের করোনা সনাক্ত হয়। তার পর আইইডিসিআর ১৩ এপ্রিল এ পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যান।

১৫ এপ্রিল বুধবার আইইডিসিআর থেকে জানানো হয় এ পরিবারের করোনা আক্রান্ত হানিফের স্ত্রী আনোয়ারা(৫৫),তার ছেলে আব্দুল্লাহ আল মামুন(৩০) ও নাতি হাবিবুল্লাহ(১) এর দেহে করোনা পজেটিভ পাওয়া যায়।

 

করোনা আক্রান্ত আব্দুল্লাহ আল মামুনের অপর শিশু সন্তান ইউসুফ(৩) ১৫ এপ্রিল বুধবার ভোরে জ্বর,ঠান্ডা ও শ্বাস কষ্টে মারাত্মকভাবে আক্রান্ত হলে তাকে দ্রুত ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হলে পথেই তার মৃত্যু হয় বলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আলম জানান, মৃত শিশু ইউসুফের করোনা টেষ্ট করানো হয়েছে। তবে তার দেহে করোনা ভাইরাসের রিপোর্ট নেগেটিভ আসে।

তিনি জানান,তিন আক্রান্ত রোগীর মধ্যে আনোয়ারা ও আব্দুল্লাহ আল মামুনকে কাঁচপুর সাজেদা হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং শিশু হাবিবুল্লাহকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আড়াইহাজার উপজেলার এ পর্যন্ত করোনা আক্রান্ত ৮ রোগী সনাক্ত হল। তার মধ্যে ৫ জন বিশনন্দী ইউনিয়নে এবং ৩জন দুপ্তারা ইউনিয়নের। প্রশাসন দড়ি বিশনন্দী গ্রামকে লকডাউন করে দিয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com