না’গঞ্জে সিভিল সার্জনসহ ৫ চিকিৎসক করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের পাঁচজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। তারা হলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন, জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দু’জন বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের একজন চিকিৎসক।

গত ৪ এপ্রিল (শনিবার) নারায়ণগঞ্জে প্রথম একটি বেসরকারি ক্লিনিকের একজন চিকিৎসক করোনা আক্রান্ত হন। তিনি নিয়মিত সেই ক্লিনিকে রোগী দেখতেন। হঠাৎ করে তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে তার নমুনা পরীক্ষা করলে তার করোনা শনাক্ত হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

৮ এপ্রিল (বুধবার) করোনায় আক্রান্ত হন নারায়ণগঞ্জ জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তিনি করোনা আক্রান্ত হন। পরবর্তীতে তার নমুনা পরীক্ষা করা হলে পরীক্ষায় করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

শুক্রবার (১০ এপ্রিল) করোনা আক্রান্ত হন নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের মেডিসিন কনসাল্টেন্ট (৪২)। এই চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী তিনি করোনা পজেটিভ।

একইদিন নগরীর বেসরকারি একটি হাসপাতালের এনেসথেসিস্ট (৪৫) এর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।

সর্বশেষ শনিবার (১১ এপ্রিল) সকালে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজেরও নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তিনি করোনা আক্রান্ত হন।

প্রসঙ্গত, এর আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নার্স, ওয়ার্ডবয় ও হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক করোনা আকান্ত হয়েছেন। এ পর্যন্ত নারায়ণগঞ্জে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৩ জন। মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩ জন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com