বক্তাবলীতে ফকির বাড়ি ‘সত্যের আলো শান্তি সংঘে’র ত্রান বিতরণ

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর লক্ষীনগর এলাকায় কর্মহীন মানুষের মাঝে দ্বিতীয় বারের মতো ৩০০ পরিবারকে ফকির বাড়ি ‘সত্যের আলো শান্তি সংঘ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

শুক্রবার ( ১০ এপ্রিল ) বিকাল ৩ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কর্মহীন ৩০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন।

 

দেশে প্রানঘাতী নভেল করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ে। বন্ধ হয়ে গেছে তাদের আয়ের উৎস। এ অবস্থায় সে সকল গরীব অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে লক্ষীনগর গ্রামের ফকির বাড়ি ‘সত্যের আলো শান্তি সংঘ’। যুবক ও তরুণরা দেশের ক্রান্তিকালে এভাবে এগিয়ে আসায় সাধুবাদ জানিয়েছেন এলাকার মুরব্বিরা।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com