ফতুল্লায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিউদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। হাসপাতালের পক্ষ থেকেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।
ব্যবসায়ী মহিউদ্দিন ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকার মৃত আলেক চান বেপারীর বড় ছেলে। তিন ইটভাটার ব্যবসা করতেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মহিউদ্দিনের বাড়ি প্রশাসনের পক্ষ লকডাউন করা হয়েছে। তিনি কীভাবে আক্রান্ত হয়েছে তারও খোঁজ-খবর নেয়া হচ্ছে।