পূর্বাচলে শামীম সুলতান নামের যুবকের আত্নহত্যা: ফেসবুকে হতাশামুলক স্ট্যাটাস
রুপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জের রাজউকের নির্মানাধীন পুর্বাচল নতুন শহরের ১৮ নং সেক্টরের ৪৫ নং ব্রিজের রেলিং এ রশি ঝুলিয়ে রাজধানীর উত্তরার ৬ নং সেক্টরের বাসিন্দা শামীম সুলতান নামের (৩০) এক যুবক গলায় ফাঁস ঝুলিয়ে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ১০ এপ্রিল শুক্রবার সকালে ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সার্কেল এএসপি(গ) মাহিন ফরাজি জানান, পূর্বাচলের ১৮ নং সেক্টরের ৪৫ নং ব্রিজের রেলিং থেকে রশি ঝুলিয়ে যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে তার পকেট থেকে ভোটার আইডি কার্ড ও কর্মক্ষেত্রের পরিচয়তপত্র দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে তার পরিবারকে খবর দেয়া হয়। প্রাথমিকভাবে এটি আত্নহত্যাই মনে হচ্ছে। তার ইংরেজীতে লেখা “শামীম সুলতান,”নামক ফেসবুক আইডিতে কিছু হতাশামুলক পোস্ট দেখতে পেয়েছি। এসব বিষয় তদন্তের পর জানা যাবে মুলত আসল ঘটনা কি। মরদেহটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত শামীম সুললতানের বন্ধু পরিচয়দানকারী জামিল ও ভোটার আইডি সৃত্রে জানা যায়, শামীম মিরপুরের কাফরুল থানার উত্তর কাজী পাড়ার রুহুল আমিনের ছেলে ইসমাইলের মালিকানাধীন একটি ভারা করা মেস বাসায় বসবাস করছিলেন। নিহতের পিতার নাম ফজলুর রহমান। সে আরআরএফ নামীয় একটি প্রতিষ্ঠানে অর্থনৈতিক বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।