রূপগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মহিলার মৃত্যু

 

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে সর্দি,কাশি,জ্বর,মাথা ব্যাথা,বমি, ডায়রিয়া,শ্বাসকষ্টসহ সম্প্রতি মহামারী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৮ দিন অসুস্থ্য থাকার পর ৯ এপ্রিল বৃহস্পতিবাির বিকাল ৩ টায় মারা গেছেন আয়েতুন নেছা(৫০) নামের এক মহিলা। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলমপুর বর্তমানে পূর্বাচলের ৯ নং সেক্টরের বাসিন্দা আমির আলীর স্ত্রী। এ

র আগে তিনি এমন উপসর্গে আক্রান্ত হলে তার দরিদ্র পরিবারের লোকজন চিকিৎসা করাতে ব্যর্থ হন। তবে অসুস্থ্য হলে স্থানীয়দের সহযোগীতায় আশিয়ান মেডিকেলে নিলে সেখানকার কার চিকিৎসকরা আয়েতুন নেছার নমুনা টেস্টের জন্য পাঠান। পরে ওই টেস্ট রেজাল্ট পেতে দেরী হওয়ায় স্থানীয়রা একে করোনা ধারনা করলেও পরিবারের লোকজন তা অস্বীকার করেছিলেন। তাই এতোদিন ঘরোয়া চিকিৎসা নিয়ে বেঁচে ছিলেন। মৃত কালে তার বয়স ছিলো ৫০ বছর।

মৃতর স্বামী আমির আলী বলেন, কোন অটো গাড়ী আমার স্ত্রীকে তুলতে রাজি হয়নি। তাই ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়েছিলাম লম্বা সিরিয়াল দেখে চলে আসছিলাম। তবে আশিয়ান মেডিকেলে নেয়ার পর বলেছে বাড়িতে চিকিৎসা নিতে।

এদিকে ৯ এপ্রিল বিকালে মারা গেলে ওই টেস্ট বিষয়ে জানতে চায় প্রতিবেশিরা। পরে টেস্ট বিষয়ে পজেটিভ পাওয়ার কথা স্বীকার করেন মৃতের ছেলে আল আমিন।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন বলেন, মৃতার করোনা উপসর্গ বিষয়ে জেনেছি। করোনা আক্রান্তের পজেটিভ কিনা রিপোর্ট হাতে পাইনি। তবে মরদেহটি করোনা আক্রান্ত হিসেবে গন্য করে সংশ্লিষ্ট দপ্তরে নিশ্চিত করেই দাফনের ব্যবস্থা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com