কাশীপুরে ত্রাণ নিয়ে লঙ্কাকাণ্ড, ইউপি সদস্যের দাবি পরিকল্পিত সাবোটাজ
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার কাশীপুরে সরকারি ত্রাণের দাবিতে লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন স্থানীয়রা। ত্রাণের দাবিতে বিক্ষুব্ধরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আমির হোসেনকে অবরুদ্ধ করে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কাশীপুর খিলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধদের দাবি, করোনা পরিস্থিতির কারণে তাদের ঘরে চাল-ডাল নেই। কিন্তু ইউপি সদস্য তাদের সরকারি ত্রাণ দিচ্ছে না।
কিন্তু ইউপি সদস্য আমির হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, এটা পরিকল্পিত একটি সাজানো ঘটনা। ইউনিয়ন পরিষদ থেকে দুই দফায় ৯৪টি স্লিপ দিয়েছে। সবগুলো দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। যারা পায়নি তাদের পরবর্তীতে দেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এরপরও একশো পরিবারকে আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৮০ হাজার টাকা নগদ বিতরণ করেছি।
তিনি আরও বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। এসব ত্রাণ সামান্য চাল-ডাল আত্মসাৎ করার প্রশ্নই আসে না। আমির হোসেন আরও অভিযোগ করেন, সামাজিক দূরত্ব বজায় রাখার এই সময়ে এমন ঘটনা সম্পূর্ণ সাজানো। এ ঘটনার পেছনে স্থানীয় এক সংবাদকর্মীর হাত রয়েছে বলেও দাবি করেন। তিনি অভিযোগ করেন, ওই সংবাদকর্মী রাস্তার কাজ করার সময়ও তার কাছে চাঁদা চেয়েছিলেন।
পরে স্থানীয়রা ইউপি সদস্যের পক্ষে ঘটনার প্রতিবাদ জানায়।