ফতুল্লায় খাবার না পেয়ে লকডাউন ভেঙে রাস্তায় বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় খাদ্যসামগ্রীর দাবিতে লকডাউন ভেঙে রাস্তায় বিক্ষোভ করেছেন কয়েক শ’ নারী-পুরুষ। তাদের দাবি, লকডাউন করার পর থেকে তারা খাদ্য সঙ্কটে রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের যথাসময়ে খাবার পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিলেও ৪ দিনেও তাঁর দেখা মিলেনি।

বুধবার (৮ এপ্রিল) সকালে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। গত ৪ এপ্রিল আবু সাঈদ মাতবর নামের এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে মারা যাবার পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ওই এলাকাটি লকডাউন করে দেন।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে আমবাগান এলাকার লকডাউন ঘোষণা করা এলাকা থেকে একে একে নারী-পুরুষ ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমে পরে। এসময় তারা খাবারের দাবিতে নানা স্লোগান দেয়। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর সমালোচনা করে বলেন, সেদিন উনি বলেছিলেন আপনাদের খাবার ঘরে পৌঁছে যাবে। কিন্তু গত ৪ দিনে উনি উঁকি দিয়েও দেখেননি। এমনকি চেয়ারম্যান- মেম্বাররাও আমাদের খোঁজ নেয়নি।

এ বিষয়ে কথা বলার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা বারিককে বেশ কয়েক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com